গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবি হযরত মুহাম্মাদ (সা.) কে ব্যাঙ্গ করে কটুক্তিকারী উগ্র হিন্দু অপুকে গ্রেফতার করেছেন তারাকান্দা থানা পুলিশ।
গণমাধ্যম ফেইসবুকের অন্যের পোস্টের এক কমেন্টে Ahan Chandro Das(অপু) নামীয় তার ফেইসবুক আইডি দিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে ধর্ষণকারি (মা আয়শাকে ৯ বছরের সময় ধর্ষণ) বলে কমেন্ট করে ছিলেন। সেই কমেন্টে গত ২৩ এপ্রিল শনিবার বিকেল থেকে গণমাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়।
জানা গেছে, নবী করিম (সা.)’কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে বিকৃতভাবে কমেন্ট করে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অহন চন্দ্র দাস (অপু)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এঘটনা ছড়িয়ে পড়লে মুসলিম জনতা এর প্রতিবাদ শুরু করে।
এ কটুক্তিকারী উগ্র হিন্দু অপুকে গ্রেফতারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে বিভিন্ন মহল। অবশেষে তারাকান্দা থানা পুলিশ দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয় কটুক্তিকারী উগ্র হিন্দু অপুকে।
গ্রেফতারকৃত অহান চন্দ্র দাস অপু (২২) তারাকান্দা উপজেলার (শাখমালা) মাসকান্দা গ্রামের অর্শিপ চন্দ্র দাস এর ছেলে। তাঁর ফেসবুক প্রোফাইলে দেওয়া তথ্যমতে সে বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক।
এদিকে তারাকান্দাবাসী অপুর সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবী জানান। যাতে ভবিষ্যতে তারাকান্দা উপজেলায় শান্তি প্রিয় মুসলিম-হিন্দুদের মাঝে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে।
এ ঘটনায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়নবী মুহাম্মদ (সা.) কটুক্তি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারীর ছবি ও কটুক্তিকৃত লেখা ভাইরাল হয়।
এই বিষয়টি নিয়ে তারাকান্দাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিবাদ দেখা দিলে অপুকে গতকাল ২৪ এপ্রিল রবিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে কিশোরগঞ্জ সদর এলাকায় আত্মগোপনে আছে।
সঙ্গে সঙ্গে পুলিশের একটি ফোর্স অভিযানে পাঠিয়ে দেয়। পরে গতকাল ২৫ এপ্রিল সোমবার মধ্য রাত ১:৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
ওসি আরও বলেন, কটুক্তিকারী অপুর বিরুদ্ধে মামলা আমলে নেই। অতঃপর গ্রেফতারকৃত কটুক্তিকারী অপুকে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply