আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধোবাউড়ায় ঈদ সামগ্রী বিতরণের অংশ হিসেবে তৃতীয়দিনে ৩ ইউনিয়নে ১ হাজার ৪ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট হাইস্কুল প্রাঙ্গণ, ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার ও ঘোষগাঁও বাজার, ধোবাউড়া সদর ইউনিয়নের দারুল উলুম মাদ্রাসা হলরুমে অসহায় দুঃস্থ এ সকল পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল। ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল, বাঘবেড় ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন, বিএনপি নেতা কছিম উদ্দিন, রোকনুজ্জামান রুবেল যুবদল নেতা আকিকুল ইসলাম শামিম, মাসুদ সরকার, আব্দুস সোবাহান, ছাত্রদল নেতা শহিদুল ফকির, হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা এখলাছ উদ্দিন বিএসসি, যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আল আমিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঈদ সামগ্রী বিতরণ শেষে বিএনপি নেতাকর্মী ও সুধীজনদের নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের ও মহাসড়কে চলাচলরত পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে আলহাজ্ব সালমান ওমর রুবেল তার বক্তব্যে বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ৮ হাজার গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৃতীয়দিনে ধোবাউড়া উপজেলায় ঈদ সামগ্রী বিতরণ করছি। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply