গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ তারিখ পুলিশ লাইন্সে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপুর্ত বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ -এমপি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জনাব কে এম খালিদ, এমপি।
বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, নান্দাইল থেকে নির্বাচিত এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত আইজিপি ও ময়মনসিংহ রেঞ্জের সাবেক ডিআইজি ব্যারিস্ট্রার হারুন অর রশিদ, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বিজ্ঞ বিচার (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোঃ রফিকুল ইসলাম।
বিজিবি সেক্টর কমান্ডার ময়মনসিংহ সদর দপ্তর কর্ণেল মোঃ মাহমুদুর রহমান, বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদ মাহমুদ, অধিনায়ক র্যাব -১৪ উইং কমান্ডার মোঃ রোকনুজ্জামান, রেঞ্জ অফিসের পুলিশ সুপার হারুন অর রশিদ, পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম সিআইপি, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম, সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব মাহবুবুর রহমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা, পূজা উদযাপন কমিটি, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সিআইডিসহ পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply