মাহফুজুর রহমান সোহাগ, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের ওয়র্াাকাস পার্টির আয়োজনে আজ বুধবার ২৭ এপ্রিল সকালে শতাধিক দরিদ্র, অসহায় পুরুষ ও মহিলাদের মাঝে ইদুল ফিতর উপলক্ষ্যে শাড়ী, লুঙ্গি, টির্সাটসহ ব¯্র বিতরন করা হয়েছে।
আড়াই আনীস্থ কার্যালয়ে ইদ উপহার ব¯্র বিতরন করেন, বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোছাঃ রাজিয়া সুলতানা। সাথে ছিলেন, ওর্য়াকার্স পার্টির রীতা রানী পাল, রাজু আহম্মেদ, ক্ষেত মজুর ইউনিয়ন নালিতাবাড়ী ইউনিয়নের সভাপতি আশরাফ আলী, সদস্য আমিরুল ইসলামসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এছাড়াও সংগঠনের কর্মী দ্বারা শেরপুর জেলা ও নকলা উপজেলার দুস্থদের জন্য ব¯্র পাঠিয়ে দেওয়া হয়।
…………………………………………………………………………………………………..
ছবিতেঃ বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির আয়োজনে দরিদ্র, অসহায়, দলীয়কর্মী মাঝে ইদ উপহার ব¯্র বিতরন করা হচ্ছে।
Leave a Reply