আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অভিযানে
গ্রেফতার -০৮

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম-বার এর নির্দেশে প্রতিদিন নিয়মিত অপরাধ নির্মূলে অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামীদের গ্রেফতার করেছে। জানা গেছে, কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন এর এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর কালিবাড়ী সাকিনস্থ (৩২নং ওয়ার্ড চর কালিবাড়ী থেকে পাওয়ার হাউজ গামী রাস্তায় জনৈক মোজাম্মেল (৩৫) এর ওয়ার্কসপের সামনে পাঁকা রাস্তার উপরময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দীঘারকান্দা সাকিনস্থ ঢাকা বাইপাস এর ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন অফিসের সামনে পাঁকা রাস্তার উপর দস্যুতা মামলার আসামী ১। মোঃ সজিব মিয়া (২৯), পিতা-মৃত আব্দুল লতিফ, সাং-রেল কোয়ার্টার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১। একটি সাদা ও কালো রংয়ের স্টীলের ফোল্ডিং চাকু, যার বাট সহ খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৯.৫ (নয় দশমিক পাঁচ) ইঞ্চি, বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৫.৬ (পাঁচ দশমিক ছয়) ইঞ্চি, যার একপাশ ধারালো, স্টীলের বাটের একপাশে মাকড়সা ও মাকড়সার জাল এর হালকা খোদাই করা ছবি এবং বাটটি স্ক্রু দ্ধারা আটকানো, ধৃত আসামীর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে ২। একটি পুরাতন কালো ও লাল রংয়ের SYMPHONY BL60 মডেলের বাটন মোবাইল ফোন, উদ্ধার করা হয়।এসআই(নিঃ) শারমীন জাহান শাম্মী এর এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ সংলগ্ন হাজী কাশেম আলী কলেজের পিছনে জনৈক খোকন এর চায়ের দোকানে সামনে হইতে মাদক মামলার আসামী ১। মোঃ আবির (২০), পিতা-মোঃ সোবাহান মিয়া, মাতা-মোছাঃ কাজলী, সাং-পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০১(এক) পুটলা গাঁজা, ওজন ৫০(পঞ্চাশ)গ্রাম, যাহার মূল্য অনুমান ১,০০০/-(এক হাজার)টাকা উদ্ধার করা হয়।এসআই(নিঃ)হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে চুরি পুরাতন মামলার ১। সাজু (২৮), পিতা-মোঃ সুলতান, সাং-বাকৃবি জামতলা, বেপারীপাড়া, ২। মোঃ সুজন মিয়া (২১), পিতা-মোঃ ইসলাম উদ্দিন, সাং-আকুয়া দক্ষিন পাড়া, ভাঙ্গাপুল, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।এসআই(নিঃ)কামাল হোসেন এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন খাগডহর এলাকা হইতে অন্যন্য পুরাতন মামলার আসামী ১।রাজীব মিয়া (৪০), পিতা-মোঃ চানু মিয়া, ২।মোঃ বিপ্লব মিয়া (৪৩), পিতা-মোঃ চান মিয়া, উভয় সাং-খাগডহর মধ্যপাড়া, থানাঃ কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।এসআই(নিঃ)সোহেল রানা এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাঁকা রাস্তার উপর হইতে ননএফআইআর প্রশিকিউশনের আসামী ১। মোঃ মঞ্জু (২৭),পিতা-কিতাব আলী, সাং-মাসকান্দা গনসার মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও এএসআই(নি) মঞ্জুরুল হক অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানা ০১ জন। ১। সেকান্দর আলী, পিতামৃত-আঃ হামিদ খা, সাং-চর আনন্দীপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget