আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আটপাড়ায় এমপির নির্দেশে আঃলীগের ৭টি ইউনিয়নে বর্ধিত সভা ও ইফতার সম্পন্ন

ইকবাল ভূঁইয়া, আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি।
আটপাড়া উপজেলার আওয়ামী রাজনীতির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতেই স্হানীয় এমপির নির্দেশ ও পরামর্শে উপজেলা সহ সবকটি ইউনিয়নের বর্ধিত সভা, ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ১২ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত ও কার্যকরি কমিটির সভায় ৭টি ইউনিয়নের তারিখ নির্ধারন করেই ইউনিয়ন ভিত্তিক এই বর্ধিত সভা,ইফতার ও মাহফিল অনুষ্টিত হয়। ফলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক গতি ফিরে এসেছে। উপজেলার ৭টি ইউনিয়নে ২১শে এপ্রিলে থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত ধারাবাহিক ভাবে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়। ৭দিনের এই সকল কর্মসূচীতে ব্যক্তি জীবনের সকল কর্মব্যস্ততাকে দুরে ঠেলে দিয়ে তৃনমুলের নেতাকর্মীদের প্রতি মায়া ও ভালবাসার টানে এবং দলকে সুসংগঠিত করতে উপজেলার একপ্রান্ত থেকে অপর প্রাম্তে চষে বেড়িয়েছেন স্হানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দলের কমিটেড পরিশ্রমী নেতা বাবু অসীম উকিল এমপি। পাশাপাশি তৃনমূল নেতাকর্মীদের উৎসাহ দিতে এ সকল কর্মসূচীতে হাজির হয়েছেন স্হানীয় এমপি’র সহধর্মিণী, কেন্দ্রীয় যুবমহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাটি বাংলার প্রিয় নেত্রী, অধ্যাপিকা অপু উকিল এমপি। এছাড়া জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ উপজেলা নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থেকে সংগঠন কে গতিশীল করার মতামত প্রদান করেন। এ প্রসঙ্গে আটপাড়া ডিগ্রি কলেজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল কাইয়ুম রোকন বলেন, আমাদের কেন্দুয়া – আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার সহ- ধর্মিণী অধ্যাপক অপু উকিল দুজনেই কেন্দ্রীয় নেতা সরকার এবং দলের সিদ্ধান্ত সমূহ যথাযথ সময়ে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য আন্তরিক ভাবে কাজ করে থাকেন। অসীম কুমার উকিল তার নির্বাচনী এলাকায় সংগঠন কে গতিশীল ও শক্তিশালী ভিত্তি তৈরি করতে চান, ইতিমধ্যে স্হানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে আটপাড়ায় নৌকার মনোনীত সকল প্রার্থী বিজয়ী হয়েছে, কেন্দুয়া উপজেলা ও গতবারের চেয়ে ভালো ফলাফল হয়েছে, স্হানীয় পরিষদের নির্বাচন পরবর্তী দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সফলতার লক্ষ্য নিয়ে কাজ করার জন্য ইফতার পার্টি ও বর্ধিত সভায় করে তৃণমূল নেতাদের দিক নির্দেশনা মূলক বার্তা দিয়েছেন। ঈদ উপলক্ষে আটপাড়া ও কেন্দুয়া তৃণমূল নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছেন ঈদ উপহার। দু’ই উপজেলার নেতাকর্মীদের কেন্দুয়াস্হ উকিল বাড়িতে উপস্হিতি যেন এক মিলন মেলায় পরিনত হয়েছে। বাবু অসীম কুমার উকিল এমপি এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এক সাথে দু’জন কেন্দ্রীয় নেতা পাওয়ায় আগের যে কোন সময়ের তুলনায় দলের নেতাকর্মীরা অনেক উজ্জীবিত,দলও অনেক সুসংগঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget