মাহফুজুর রহমান সোহাগ, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির ও শুকতারা মানবিক কল্যাণ সোসাইটির আয়োজনে গত ২৮ এপ্রলি বৃহস্পতিবার প্রান্তিক মানুষের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে ইফতার বিতরন করা হয়েছে।
এসময় উপস্থতি ছিলেন, বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির সাধারন সম্পাদক রাজয়িা সুলতানা, বীর মুক্তযিোদ্ধা আক্তারুজ্জামান আক্তার, নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, সাংবাদিক মঞ্জুরুল আহসান, আমিনুল ইসলাম, শুকতারা মানবিক কল্যান সোসাইটির সম্পাদক রিতা রানী পাল, শান্তসহ র্ওয়ার্কাস পার্টির নের্তৃবৃন্দ ………………………………………………………………………………………………………..
ছবিতেঃ নালিতাবাড়ীতে প্রান্তিক মানুষের মাঝে তারা মানবকি কল্যাণ সোসাইটির রমাজানের ইফতার বিতরন করা হয়।
Leave a Reply