আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা ঋতুকে ছুরিকাঘাতে হত্যা ; গ্রেফতার -০৩

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঋতু (২৩) হত্যার ঘটনায় এজাহার ভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে কতোয়ালী মডেল থানা পুলিশ।

আসামীরা হলোঃ তোতা ব্যাপারী’র ছেলে সরোয়ার (২২), রশিদ মিয়া’র ছেলে রানা(২১), হেলাল উদ্দিন এর ছেলে রায়হান (২৪)।

জানা গেছে, গতকাল সোমবার (০২ মে ২০২২) তারিখ সন্ধ্যা অনুমান সন্ধা ৭টা সময় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঋতু (২৩) তাঁর নিজ বাড়ী হতে চুল কাটার উদ্দেশ্যে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে বয়ড়া বটভসা বাজারস্থ জামে মসজিদের সামনে পৌছামাত্রই আসামীরা ঋতু কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরবর্ততীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঋতুকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঋতু’র বাবা ১২ জনকে আসামী ও ১০-১২ জনকে অজ্ঞাত করে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ প্রদান করলে মামলা এজাহার ভুক্ত হয়।

এদিকে ছাত্রলীগ নেতা হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যেই দুই অভিযুক্ত সহ তিন জন গ্রেফতার করার মধ্যদিয়ে কোতোয়ালি পুলিশ আবারো তাদের সক্ষমতা প্রমাণ করেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ জানান, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান পিপিএম-সেবা স্যারের দিক-নির্দেশনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সকল পর্যায়ের চেষ্টা করছি। আশা করছি এই মামলার অন্যরাও দ্রুত গ্রেফতার হবে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ আরও বলেন, দ্রুত আসামী গ্রেফতারের নির্দেশ প্রদান করার সাথে সাথে পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) ফারুক হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টিম বিভিন্ন যায়গা অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অভ্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget