মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রহণকৃত বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি বড় অংশ হচ্ছে অসহায় এতিম শিশুদের মুখে হাসি ফোটানো।
এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরকে সামনে রেখে শেখ হাসিনা সেনানিবাস তথা ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইস্ট বেঙ্গলের দায়িত্বপূর্ণ এলাকা বরিশাল জেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে হরিনাফুলিয়া এমদাদিয়া এতিমখানা, চরকাউয়া আহমাদিয়া এতিমখানা, চরমানাই আহসানাবাদ রশিদিয়া এতিমখানাসহ ২০টি এতিমখানার মধ্যে নগদ অর্থসহ চিনিগুড়া চাল, তেল, চিনি, গুড়া দুধ ও সেমাইসহ অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়া হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ইব্রাহিম এতিম ও দুস্থ শিশুদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।
Leave a Reply