আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনাকালে রাজধানীর অসহায়দের পাশে ‘সৌহার্দ – মানবতার কল্যাণে ’

মহামারী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে রাজধানী ঢাকার মগবাজারের এক দল যুবক।

নিজেদের ‘সৌহার্দ – মানবতার কল্যাণে ’ নামক সংগঠন থেকে করোনাকালজুড়ে ছিন্নমূল ও অসহায়দের ইফতারসামগ্রী বিতরণ করে যাচ্ছেন তারা।

শুক্রবার রাজধানীর হাতিরঝিল এলাকায় গরীব-দুঃখী ১৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা।

এর আগে বৃহস্পতিবার মগবাজারের পেয়ারাবাগ এলাকায় অসহায় ১৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

গত বুধবারও আম্পানের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টি উপেক্ষা করে এই সংগঠনের সদস্যরা মজবাজারের আমবাগান এলাকায় খিচুড়ি বিতরণ করেন।

গত ১৪ থেকে ১৯ মে পর্যন্ত যথাক্রমে মগবাজারের চেয়ারম্যানগলি, টিএন্ডটি মসজিদ, গাবতলা ও মধুবাগসহ বিভিন্ন এলাকায় ইফতারসামগ্রী বিলি করে সংগঠনটি।

এছাড়া ১৬ মে বনানীর কড়াইল বস্তিতে দুটি এতিমখানায় এতিমদের জন্য একদিনের খাদ্য সরবরাহ করে তারা।

এভাবে দেশে লকডাউন শুরুর পর থেকেই রাজধানীর অসহায়দের মুখে সাধ্যমতো খাবার তুলে দেয়ার চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি।

এ বিষয়ে ‘সৌহার্দ – মানবতার কল্যাণে ’ সংগঠনের মুখপাত্র আরমান আহমেদ জানান, দেশে চলমান পরিস্থিতিতে ঢাকায় অনেকেই অনাহারে- অর্ধাহারে দিন কাটাচ্ছে। অনেকে তো সারাদিন রোজা রেখে ইফতারের খাবারও যোগাতে পারছে না। বিষয়টি বিবেচনায় এনে আমরা কয়েকজন বন্ধু এই সংগঠনের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন এলাকায় ইফতার দিয়ে থাকি। আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আজ শনিবার সংগঠনের পক্ষ থেকে ১৫০ অসহায় পরিবারের মাঝে সেমাই, দুধ, চিনি, পোলাও চাল, মুরগী, তেল, পেয়াজ ইত্যাদি বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget