করোনা পরিস্থিতি ও আম্ফান মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসনকে সহযোগিতা করায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার বিকেল তিনটায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের হাতে তুলে দেয়া হয় ঈদ উপহার।
শনিবার মতবিনিময় সভায় বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জেলায় কর্মরত সকল সাংবাদিককে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এ সময় বক্তব্য রাখেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জালাল উদ্দিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাড. মুজিবুল হক কিসলু। সভায় বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply