আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৯ চিকিৎসকসহ কুমিল্লায় একদিনে করোনা আক্রান্তের রেকর্ড

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন চিকিৎসক, দুইজন স্বাস্থ্যকর্মী এবং বুড়িচং উপজেলার একজন দন্ত চিকিৎসকসহ জেলায় এক দিনে নতুন আক্রান্ত হয়েছে ৬৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৬ জনে। এ দিন জেলায় একজন সুস্থ হয়েছেন। দুইজন মারা গেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগরে ১৪ জন, কুমিল্লা সিটি করপোরেশনের শাসনগাছা ও সরকারি মহিলা কলেজ রোডে তিনজন, আদর্শ সদরে দুইজন, সদর দক্ষিণে ছয়জন, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন চিকিৎসক,দুইজন স্বাস্থ্যকর্মীসহ ২৫ জন, লাকসামে সাতজন, বুড়িচংয়ে একজন, ব্রাহ্মণপাড়ায় একজন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন আক্রান্ত হন। শনিবারের দুইজনসহ মোট মারা গেছেন ১৯ জন। এ দিন লালমাইয়ে একজনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget