পেরুর তৃতীয় বিভাগের ক্লাব ক্রেডিকোপো সান রোমানের কোচসহ ১০ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ওই ক্লাবের করোনায় আক্রান্ত ১১জন সদস্যকে দক্ষিনপশ্চিমাঞ্চলীয় শহর জুলাইকার এক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রাজধানী লিমাতে যাবার উদ্দেশ্যে জুলাইকার একটি বিমানে চড়ার আগ মুহূর্তে তাদের দেহে এই ভাইরাস সনাক্ত হয়।
লাতিন আমেরিকায় করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে পেরুর অবস্থান দ্বিতীয়। এ পর্যন্ত সেখানে এক লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় ৩ হাজার। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সব মিলিয়ে ৬৬ জনের দেহে কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ১২টি রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে একটি ফুটবল দলের ১১ জন খেলোয়াড়ও আছেন।’
করোনায় আক্রান্ত হয়েছেন ক্লাবটির ৫২ বছর বয়সী কোচ হুয়ান কার্লোস বাজালার। তিনি পেরুর অন্যতম দুটি জায়ান্ট ক্লাব ইউনিভার্সিটারিও ডি ডিপোর্টিস ও আলিয়ানা লিমার সাবেক খেলোয়াড়। এই প্রথম পেরুর কোনো ফুটবল দল করোনায় আক্রান্ত হলো। গত ১১ মার্চ থেকে করোনা মহামারীরর কারণে দেশটির ফুটবল লিগ বন্ধ রয়েছে।
Leave a Reply