আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শেরপুরে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসার শিক্ষার্থী আশরাফুলের !

শেখ ফয়জুর রহমান , স্টাফ রিপোর্টার : নিখোঁজের ৪ দিন গত হলেও সন্ধান মিলেনি মাদ্রাসার শিক্ষার্থী আশরাফুল ইসলাম কনক (১২) এর! আশরাফুল শেরপুর উপজেলার পৌরশহরের বাগরাকসা গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে ও মাদ্রাসাতুল হেরা গৌরীপুর এর শিক্ষার্থী। ২ ভাই ২ বোন এর মধ্য আশরাফুল দ্বিতীয়। আশরাফুলে পরিবার সুত্রে জানা গেছে, গত ৩০ মে সোমবার দুপুরে মাদ্রাসার উদ্দেশে নিজ বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দিন গড়িয়ে রাত হলেও আশরাফুল বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশ এলাকাসহ সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়ী ও বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে গত ৩১ মে মঙ্গলবার শেরপুর সদর থানায় আশরাফুলের বাবা আব্দুল হামিদ একটি সাধারণ ডাইরি করেন। যাহার নম্বর-১৪৮ তারিখ-০২/০৬/২০২২ইং। জিইডির বর্ণণামতে মোঃ আশরাফুল ইসলাম কনকের মুখমন্ডল লম্বাটে , গায়ের রং শ্যামা , বয়স আনুমানিক ১২ বৎসর , উচ্চতা- আনুমানিক ৫ ফুট , তার পড়নে ছিল হালকা গোলাপী নীল রংয়ের জুব্বা ও মাথায় সাদা রংয়ের টুপি। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডাইরি ভুক্ত হওয়ার পর শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসআই খালিদকে তদন্তের ভার ন্যস্ত করেন। এ ব্যাপারে এসআই খালিদ জানান, নিখোঁজের সন্ধানে সম্ভাব্য সকল চেষ্টা অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাইনি। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, নিখোঁজের সন্ধানে অভিযান অব্যাহত আছে। নিখোঁজ আশরাফুলের সন্ধান পেতে সকলের সহযোগী কামনা করেছেন আশরাফুলের বাবা আব্দুল হামিদ ও মা কহিনুর বেগম। প্রয়োজনে যোগাযোগ- আব্দুল হামিদ ০১৭২৯-৬২৪৮৯৯/০১৯২৫৪৭৪৯৬৬ ওসি- মনসুর আহমেদ সদর থানা, শেরপুর- ০১৩২০১০৬১৬৯, এসআই খালিদ – ০১৭১৩৫০৪৮৯৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget