আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ধোবাউড়ায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি: আব্দুল মতিন মাসুদ -ময়মনসিংহ ধোবাউড়ায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৮জুন শনিবার সকাল ১০ উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ধোবাউড়া সদর বাজার থেকে হাসপাতাল মোড় হয়ে আবার উপজেলা এসে জমায়েত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আঃ ছাত্তার, সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, অধ্যক্ষ হেলাল উদ্দিন, মাওলানা হাফিজ উদ্দিন প্রমূখ। এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে থেকে আসা উলামা পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। তাকে মৃত্যুদন্ড দেওয়ার জন্য ভারতের সরকারের প্রতি দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget