করোনা, আমফান, আর এবার নতুন ঝামলা। পঙ্গপাল। কয়েক লাখ পঙ্গপাল যে ভারতের দিকে ধেয়ে আসছে সে খবর আগেই ছিল। পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে সেই সব পঙ্গপালের দল রাজস্থানে প্রবেশ করেছিল। সেখানে চাষীদের অর্ধেক ক্ষেতের ফসল নষ্ট করেছে এই পঙ্গপালের দল। বিঘার পর বিঘা জমির ফসল সাবাড় করে দিয়েছে এই পঙ্গপালের দল। এবার সেগুলি এগোচ্ছে দিল্লি—হরিয়ানার দিকে। চাষীরা ইতিমধ্যে ভীত—সন্ত্রস্ত হয়ে রয়েছেন। একে তো করোনার জেরে লকডাউনের জন্য মহাসমস্যায় পড়েছেন চাষীরা। ফসলের ন্যায্য দাম পাননি। তার মধ্যে এই নতুন বিপদ হাজির।
Leave a Reply