আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

এসিল্যান্ডের গাড়ির চাকায় নষ্ট হলো লিচু

ময়মনসিংহের নান্দাইলে এসিল্যান্ডের বেপরোয়া গাড়ির চাকার নিচে পড়ে নষ্ট হলো রফিক উদ্দিন নামে এক খুচরা বিক্রেতার প্রায় তিন হাজার লিচু। এ ঘটনায় স্থানীয় লোকজনের চাপের মুখে পড়ে ওই এসিল্যান্ড ২০০ টাকা জরিমানা দিতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ইউএনও’র হস্তক্ষেপে লিচু বিক্রেতাকে তার ক্ষতি পুষিয়ে দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় সূত্র জানায়, নোন্দাইল পৌর বাজারের ভিতরেই অবস্থান এসিল্যান্ড অফিস। আজ রবিবার দুপুরের পর সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) সারমীন ইয়াছমিন (এসিল্যান্ড) বিভিন্ন কর্মকান্ডে বিতর্কিত হয়েও ভ্রাম্যমাণ আদালত নিয়ে পুলিশসহ বের হন পৌর বাজারে। বিভিন্ন দোকানে জরিমানা করার সময় হঠাৎ জনতার রোষানলে পড়ে দ্রুত গাড়িতে উঠে অফিসে প্রবেশ করেন। এ সময় অফিসের ফটকের সামনে বসা রফিক উদ্দিন নামে এক লিচু বিক্রেতা খাঁচায় করে লিচু নিয়ে বসা ছিলেন। এসিল্যান্ডকে বহন করা গাড়িটি লিচু বিক্রেতার থাঁচার ওপর দিয়ে চলে যায়। এ সময় লিচু বিক্রেতার প্রায় তিন হাজার লিচু নষ্ট হয়ে।

এ অবস্থায় ম্যাজিস্ট্রেটের গাড়ি হওয়ায় লিচু বিক্রেতা কোনো ধরনের প্রতিবাদ না করলেও তার কান্না দেখে উৎসুক লোকজন এসিল্যান্ডের সন্ধানে অফিসের ফটকের সামনে জড়ো হয়। এ সময় এসিল্যান্ড তার কক্ষে বসা ছিলেন। তিনি লোক মারফত লিচু বিক্রেতার ক্ষতি হিসেবে ২০০ টাকা পাঠিয়ে দেন। এতে উপস্থিত লোকজন আরও ক্ষিপ্ত হলে খবর পেয়ে উপজেলা নিবাহী কমকতা আব্দুর রহিম সুজন ঘটনাস্থলে গিয়ে লিচু বিক্রেতাকে সান্তনা দিয়ে নষ্ট হয়ে যাওয়া লিচুর ক্ষতি বাবদ ২ হাজার টাকা হাতে ধরিয়ে দেন। পরে খুশি হয়ে ফিরে যান লিচু বিক্রেতা রফিক।

তিনি বলেন, একজন মানবিক অন্যজন অমানবিক। সাধারন লোকজন জানান, ইউএনও আব্দুর রহিম সুজন দীঘদিন ধরে নান্দাইলে এসে জনতার খুব কাছাকাছি এসে সকলের প্রিয় হয়েছেন। আর প্রায় একমাস আগে যোগ দিয়েই এসিল্যান্ডের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। মানুষের রোষাণলে পড়ছেন।

লিচুর খাঁচার ওপর দিয়ে গাড়ি চাকা যাওয়া প্রসঙ্গে গাড়ির চালক শুভল জানান, এখানে স্যারের কোনো দোষ নেই।আমি ইচ্ছা করে লিচুর খাঁচার ওপর চাকা উঠাই নি। অজান্তে হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget