করোনা লকডাউনের মধ্যেই আউটডোর শ্যুটিং শুরু করলেন অক্ষয় কুমার। তবে বাণিজ্যিক ছবি নয়, ভারত সরকারের একটি বিজ্ঞাপনের শ্যুটিং করছেন তিনি। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন আর বালকি, যিনি অক্ষয়ের প্যাডম্যান পরিচালনা করেন। মুম্বইয়ের কমলিস্তান স্টুডিওয় চলছে শ্যুটিং।
বালকি জানিয়েছেন, লকডাউনের পরবর্তী সময়ে মানুষকে তাঁদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে কেন্দ্রীয় সরকারের হয়ে তিনি ও অক্ষয় এই অ্যাড-ক্যাম্পেন করছেন। মনে হতে পারে কঠিন, তবে এই বিজ্ঞাপনের মাধ্য়মে আমরা বোঝাচ্ছি, লকডাউনের পর কী কী নিয়মকানুন পালন করা উচিত। সমস্ত কাজ চলছে সোশ্যাল ডিসট্যান্সিং ও হাইজিন সংক্রান্ত নিয়মকানুন মেনে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Leave a Reply