আব্দুর রাজ্জাক,, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মঙ্গলবার ২৬ শে জুলাই বিকল ৬ টার দিকে অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান পরিচালোনা হয়।উপজেলা মৎস কর্মকর্তা আদম মালিক চৌধুরী বলেন বিকেল ৬ টার দিকে দুধকুমার নদী পাটেশ্বরী ব্রিজের পাশে এই অভিযান চালাই। অভিযানে কারেন্ট জাল ১৩ পিস ও ড্রাগন জাল ২৪ পিস নদী থেকে জব্দ করি। কারেন্ট জাল বাজারে মূল্য মোট ৫ হাজার টাকা ও ড্রাগন জাল যার মূল্য ১ লক্ষ ১৫ হাজার টাকা।এ সময় ছলেমান ওরফে (আতাউর পাগলা) নামের একজনের ড্রাগন জাল জব্দ করে ৫০০ টাকা জরিমানা করা হয় মোবাইল কোটের মাধ্যমে।মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। অভিযানের শেষে উপজেলা চত্বরে জালগুলিকে পুড়িয়ে ফেলা হয়।
এই অভিযানে আরো উপস্থিত ছিলেন
ক্ষেত্র সহকারী আব্দুল জব্বার,অফিস সহকারী আশরাফুল আলম খোকনুজ্জামান খোকন। পুলিশ,গ্রাম পুলিশ ও আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস কর্মকর্তা আদম মালিক চৌধুরী ঢাকার কন্ঠ জেলা প্রতিনিধিকে বলেন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে ২৩ থেকে ২৯ শে জুলাই পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর অবৈধ জালের বিরুদ্ধে এই পরিচালনা চলবে।
Leave a Reply