লকডাউনের মধ্যেও গত দু’সপ্তাহ ধরে শহরে ১৫টি রুটে সরকারি বাস পরিষেবা চালু ছিল। আজ, বুধবার থেকে সেই বাসের সংখ্যা বাড়ছে কলকাতায়। এ বার থেকে শহরের ৪০টি রুটে সরকারি বাস চলবে বলে জানিয়েছে রাজ্য পরিবহণ নিগম।
বেহালা, ঠাকুরপুকুর, জোকা, আমতলা, বারুইপুর, বারাসত, নিউ টাউন, সাপুরজি, ব্যারাকপুর-সহ একাধিক গন্তব্যে বাস চালাবে পরিবহণ নিগম। শহরতলির যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা এবং হাওড়ার একাংশকে ওই পরিষেবার আওতায় আনা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিংহ কপূর বলেন, ‘‘যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখেই রুট এবং বাসের সংখ্যা বাড়ছে। আশা করছি যাত্রীদের সমস্যা কমবে।’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Leave a Reply