মাতাল হাওয়ার ঢেউ ছিল মঙ্গলবার সকাল থেকেই। মাঝেমধ্যে পাগলা হাওয়ার ঝাপটা। সন্ধ্যার পর শুরু হলো মেঘের গর্জন। পিলে চমকানো বজ্রপাত। রাজ্যের মেঘ জমিয়ে কালো হয়ে থাকা আকাশটা শেষে কেঁদেই ফেলল।
এমন দিনে বৃষ্টি নিয়ে একটু ছন্দ না হলে কি আর হয়!
বৃষ্টি পড়ে শহর গ্রামে
পাহাড় সাগর নদীর বানে
বৃষ্টি পড়ে টিনের চালে
গাঁয়ের সবুজ গাছের ডালে।
বৃষ্টি পড়ে ইরি ধানে
গোলাপ বেলীর মিষ্টি ঘ্রাণে
বৃষ্টি পড়ে ফুল বাগানে
পাখপাখালির সুরের তানে।
বৃষ্টি পড়ে ভোরের আলোয়
মাঝ-দুপুরে আকাশ কালোয়
বৃষ্টি পড়ে গভীর রাতে
মেঘবালিকার কোমল হাতে।
বৃষ্টি পড়ে বাঁশির সুরে
মাল্লামাঝির নৌকো জুড়ে
বৃষ্টি পড়ে চোখের জলে
ভালোবাসার পরশ তলে।
Leave a Reply