আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মাঠে ফিরতে ব্যাকুল মেসি

মাঠের মানুষ তিনি, বেশিদিন ঘরে থাকা তো অসম্ভব ব্যাপার। কিন্তু করোনা মৌসুমে এছাড়া আর উপায়ও নেই। লকডাউনে থেকে মাঠে ফেরার জন্য তর সইছে না আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির। গত ১২ মার্চ থেকে বন্ধ হয়ে আছে লা লিগা। এখনো ১১ রাউন্ডের খেলা বাকি। করোনার ভয় কাটিয়ে ৮ মে থেকে ধীরে ধীরে অনুশীলনে ফেরা শুরু করেছে দলগুলো। মেসির মতে, করোনা পরবর্তী সময়ে মাঠে খেলা ফিরিয়ে আনা অনেক চ্যালেঞ্জিং হবে।

ইতোমধ্যেই দর্শকহীন মাঠে শুরু হয়ে গেছে বুন্দেসলিগা। আগামী ১১ জুন রিয়াল বেতিস-সেভিয়া ম্যাচ দিয়ে লা লিগা মাঠে ফেরানোর আশা করছেন প্রতিযোগিতাটির প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। এক সাক্ষাতকারে মেসি বলেছেন, ‘অতীতের চেয়ে ভবিষ্যতের দিকে তাকানোই ভালো। প্রতিদিন অনুশীলনের রুটিন, সতীর্থদের সঙ্গে সাক্ষাত এবং খেলা শুরু হওয়া নিয়েই এখন আমি ভাবছি। আমি নিশ্চিত, শুরুতে এটা অদ্ভুত মনে হবে। তবে খেলার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।’

করোনা পরবর্তী সময়ে খোলোয়াড়দের অনেক স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলতে হবে। অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও তাদের প্রস্তুত হতে হচ্ছে বলে জানালেন মেসি, ‘গ্রুপ অনুশীলন অন্য সব খেলার মতোই হচ্ছে। তবে ব্যক্তিগতভাবে সবাইকে দর্শক ছাড়া মাঠে খেলার কাল্পনিক অনুশীলন করতে হবে, কারণ এটা খুব অদ্ভুত ঠেকবে। অন্য যে কোনো সময়ের চেয়ে দলের সঙ্গে এখন যোগাযোগ রাখা বেশি গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আমরা অনলাইনে কথা বলছি। প্রতিদিন আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget