মহামারি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রায় সব দেশেই চলছে লকডাউন। লকডাউনে রাস্তার পাশে রোজ অসহায়দের খাবার দিতে যেতেন ছেলেটি। খাবারের আশায় হাত বাড়িয়েছিলো একটি মেয়ে।
ত্রাণ দিতে গিয়েই ওই মেয়ের সঙ্গে আলাপ হয় ছেলেটির। প্রথমে হয় বন্ধুত্ব, এরপর প্রেম। শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়লো দুজন।
ঘটনা ভারতের কানপুরের। ছেলেটির নাম অনিল। পেশায় গাড়িচালক। আর ওই মেয়েটি নীলম।
নীলমের বাবা মারা গেছেন বছর খানেক আগে। ভাই-ভাবি তাকে প্রায়ই মারধর করতো। এক রাতে বাড়ি থেকেই বের করে দেয়া হয় নীলম ও তার মা’কে। মা প্যারালাইসড। খোলা রাস্তার পাশেই কোনও মতে দিন গুজরান হয়ে যেত। কিন্তু লকডাউনে চরম বিপদে পড়ে যায় মা-মেয়ে।
Leave a Reply