আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মৃত্যুতে চীনকেও ছাপিয়ে গেল ভারত, আক্রান্ত দ্বিগুণ

দেশজুড়ে বৃহস্পতিবারেই আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১ লাখ ৬৫ হাজার। আমেরিকার জন হপকিন্স ইউনিভারসসিটির তথ্য বলছে করোনায় মৃত্যুর বিচারে চীনকেও পিছনে ফেলেছে ভারত। আক্রান্ত হয়েছেন চীনের থেকে প্রায় দ্বিগুণ সংখ্যার মানুষ।

জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে, চীনে যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১০৬ জন, সেখানে ভারতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ জন। আক্রান্ত হওয়ায় সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় দ্বিগুণ। পাশপাশি বৃহস্পতিবার রাতের তথ্য বলছে চীনের মৃত্যু সংখ্যাকেও পার করে ফেলেছে ভারত। চীনে করোনার জেরে মৃতের সংখ্যা ৪ হাজার৬৩৮, কিন্তু ভারতে ইতোমধ্যে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭১১।

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহানে শুরু হয়েছিল করোনা সংক্রমণ। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। সারা বিশ্বে ৫৯ লাখেরও বেশি মানুষ এই রোগের কবলে পড়েছেন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৩ লাখেরও বেশি। তবে গত কয়েকদিনে চীনে নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কম।

সারা বিশ্বজুড়ে করোনার ভয়াবহ প্রকোপ পড়লেও মারাত্মক অবস্থা আমেরিকায়। সেখানে ১৭ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ভারত ছাড়াও ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানির অবস্থা করোনায় শোচনীয়। বর্তমানে করোনার বিচারে ১৪তম নম্বরে রয়েছে চীন।

অন্যদিকে করোনা নিয়ে চীনের ওপর বারেবারে খড়গহস্ত হয়েছে আমেরিকা। একাধিকবার চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন ট্রাম্প। একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, করোনা ভাইরাস ছড়ানোর পরেও চীনের একাধিক তথ্য গোপন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-কে অর্থ সাহায্য বন্ধ করারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget