ডেস্ক রিপোর্ট
বছরখানেক আগে ইনজামাম উল হক দাবি করেছিলেন, অ্যাশেজের চেয়েও বেশি উত্তাপ ছিল ভারত-পাকিস্তান ম্যাচের। রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই দ্বিপাক্ষিক সিরিজে খেলতে দেখা যায় না এই দলকে। বিরাট কোহলি-বাবর আজমদের লড়াই দেখতে মুখিয়ে থাকতে হয় বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের ম্যাচের দিকে।
এশিয়ার দুই জায়ান্টসের ম্যাচ দেখতে মানুষ কতটা মুখিয়ে থাকে সেটার প্রমাণ মিলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিতে। চেয়ারে বসে দেখা টিকিট বিক্রি শেষ হওয়ায় সমর্থকদের চাহিদার ওপর ভিত্তি করে স্ট্যান্ডিং টিকিট ছেড়েছে আইসিসি। যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার।
আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। প্রায় ৮ মাস আগে টিকিট ছেড়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। প্রথম ধাপের টিকিট শেষ হয়েছিল কয়েক ঘণ্টার মাঝেই। এরপর আরও কয়েক ধাপে টিকিট ছাড়লেও সেটি কয়েক ঘণ্টার বেশি থাকেনি।
Leave a Reply