জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ, প্রতিনিধি ময়মনসিংহঃ-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বঞ্চিত ছাত্রলীগ কর্মীরা।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্তরে অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দুই পাশে দীর্ঘক্ষন যানযট হয়।
এ সময় বক্তব্য দেন নবগঠিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ ওয়ালি উল্লাহ রাসেল, অর্ণব হোম চৌধুরী, আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন আকন্দ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান প্রমুখ।
পদবঞ্চিত নেতা কর্মীদের দাবি, নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা।নতুন কমিটিতে ছাত্রদল কর্মী, বিবাহিত, বয়স উর্ত্তীন্ন, বিতর্কিত লোকজনকে দিয়ে এ কমিটি করায় আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা চাই বঞ্চিত এবং দলের দুর্দিনের সক্রিয় কর্মীদের যথাযত মূল্যায়ন করা হোক।
এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিতর্কিতদের কমিটি থেকে বহিষ্কার করে ত্যাগীদের জায়গা করে দেওয়া হোক।
বক্তারা আরও বলেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রানা আহম্মেদের জাতীয় পরিচয়পত্রে বয়স ৩২। সহসভাপতি নুর হামিদ রুশো পৌর বিএনপির নেতা নুরনবীর ছেলে ও ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের শিক্ষার্থী জাহিদুল হত্যা মামলার আসামি। ইয়াছিন আরাফাত চাকরিজীবী, মিজানুর রহমান সাগর ছাত্রদলকর্মী, সহসভাপতি আব্দুল্লাহ আল রাফি ও সাংগঠনিক সম্পাদক তাজরিয়ান রাকিব বিবাহিত।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৩১ সদস্যবিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেন।
Leave a Reply