আরিফ খান, পটুয়াখালী প্রতিনিধি.
পটুয়াখালীর গলাচিপায় আল আমীন (৩৫) ও ফাহিমা বেগম (৩০) আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন। তারা দু’জন স্বামী-স্ত্রী।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। আল আমীন ও ফাহিমা গলাচিপা পৌরসভার ১নং ওয়ার্ডের গোডাউন রোডের বাস করতেন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উল্লেখ্য ব্যবসায়ি আল আমীন গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামে ২নং ওয়ার্ডের বাসিন্দা।
আল আমীন জানান, রান্নার জন্য গ্যাসের চুলা অন করলে ফাহিমা বেগমের শরীরে আগুন ধরে যায়।
জানা যায় তখন আল আমীন বাথরুমে ছিলেন। ছোট ছেলের চিৎকারে আল আমীন বেরিয়ে এসে তার স্ত্রীর গায়ে আগুন দেখে কোলে করে নিয়ে বাড়ির পাশের ডোবায় ফেলেন। এসময় স্বামী-স্ত্রী দু’জন আগুনে পুড়ে গুরুতর আহত হন।
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের শরীরের অনেকাংশ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply