আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে লাশ উদ্ধার

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে একটি অধ্যোগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর মহানন্দা ঘাট থেকে তার লাশ উদ্ধার করে। মৃত ওই ব্যক্তি ভোলাহাট উপজেলার দলদোলী ইউনিয়নের ময়ামারি গ্ৰামের মৃত তৈয়ব আলীর ছেলে এরফান আলী (৭০)

নিহতের পরিবারের আন্তীয় স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩ টার দিকে দলদোলী ইউনিয়নের ময়ামারি মহানন্দা নদীতে গোসল করতে নেমে আর বাড়িতে ফিরে আসে নি। ওইদিন পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।আজ বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর মহানন্দা নদী থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget