পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পানিতে ডুবে মো,উজ্জল(১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানাগেছে,বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে চর হালিম খেয়া ঘাটের দক্ষিন পার্শে নদীতে বন্ধু বান্দবের সাথে গোসল করতে যায় উজ্জল।
গোসলের এক সময় বন্ধুরা দেখলো উজ্জলকে আর দেখা যাচ্ছেনা। সবাই মিলে খোজাঁ শুরু করলো । না পেয়ে লোকজন ডাকে তারা। এক পর্যায় স্থানীয় লোকজন এসে ৩০ মিনিটি চেষ্টার পরে নদী থেকে ১২.৩০ মিনিটের সময় তাকে উদ্ধার করেন।
তৎক্ষনাত সে মৃত্যু বরণ করেন। পরিবার সুত্রে জানা যায়,উজ্জল মৃগীরোগে আক্রন্ত ছিল। মাঝে মাঝেই এ রোগ দেখা দিত।
রাঙ্গাবালী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা(ওসি) মো, নুরুল ইসলাম মজুমদার বলেন,আমরা খবর পেয়েছি উজ্জল নামে এক কিশোর গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃুত্যুবরণ করেছে।নিহতের পরিবার জানায়,উজ্জল মৃগীরোগে আক্রান্ত ছিল। লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে আমাদের তদন্ত অব্যাহত থাকবে।
Leave a Reply