ময়মনসিংহ প্রতিনিধি,আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়ায় তিনদিন ব্যাপী ফলদ ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এবং উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল ফজল,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার,উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন,ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন,ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির সরকার,কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ঈমান প্রমূখ
Leave a Reply