আজ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভালুকার মেদুয়ারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ভালুকা প্রতিনিধি : জাহাঙ্গীর আলম.

তেল, গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপির কর্মসূচীতে হামলা মামলা, গুম- খুনের প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ভালুকার মেদুয়ারী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মেদুয়ারী ইউনিয়নের নিঝুরি বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বগাজান বাজারে গিয়ে শেষ হয়। এরপর বগাজান বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মেদুয়ারী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। এসময় ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু, সাবেক যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন পাঠান, বিএনপি নেতা রহিম আকন্দ, সাইফ উল্যাহ চৌধুরি, আমিনুল হক বাসান, যুবদল নেতা মাসুদ রানা, সাইফুল ইসলাম মানিক, মোহাইমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, শ্রমিক দল নেতা কায়সার আহমেদ কাজল, শাহ মোহাম্মদ সুজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক লুতফর রহমান খান সানি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget