আব্দুর রাজ্জাক – কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নে ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযানে মাদকের ডিলারের একটি পরিবারকে আইনের আওতায় নিয়ে এসেছে এবং একজনকে আটক করেছে। স্থানীয় লোকজন বলছেন এই পরিবারটি অনেকদিন থেকে মাদক বিক্রি করে আসছে।পুলিশকে আমরা ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি দুই আসামিসহ আরও এই মানিককাজিতে অনেক মাদকদ্রব্য ব্যবসায়ী আছে তাদেরকে অতি তাড়াতাড়ি আটক করলে আমরা আরো বেশি খুশি হব।
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।তারি ধারাবহিকতায় ভূরুঙ্গামারী থানার একটি আভিযানিক দল মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার বাগভান্ডার বাজারে অবস্থান করেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে তাদের পাশের গ্রাম মানিককাজী মোঃ রিয়াজুল ইসলাম তার পরিবারের লোকজনসহ তারই বাড়িতে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।
পরে রিয়াজুল হক এর বসত বাড়ির ভিতরে পৌঁছা মাত্রই আসামীগণ পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় মোছাঃ রোমানা আক্তার রুশি কে (২০) আটক করে এবং অপর দুই আসামী রুশির( বাবা ও মা) কৌশলে পালিয়ে যায়।আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত পায়জামার ডান পার্শ্বের কোচ হতে জিপার ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২ টি পোটলায় ৬ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন রিয়াজুলের পরিবার দীর্ঘদিন থেকে মাদক কারবারির সাথে জড়িত এবং তার বাড়ি থেকে বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য সাপ্লাই হয়।আটককৃত আসামীসহ পলাতক দুই আাসামীর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়।
Leave a Reply