জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের ধোপাগাড়ী মাঠ এলাকায় জুয়া খেলার সময় উদয়পুর ইউপি চেয়ারম্যানের ছোট ভাই ও স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মিলন মন্ডল (৩৫) সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতের দিকে তাদের আটক করা হয়।
আটককৃত মিলন উদয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যানের ভাই । অপরজন পুর্ব কেশবপুর গ্রামের রফিক উদ্দীনের ছেলে নুরুল ইসলাম (৪০) ।
উদয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিলন মন্ডলের পদবীর নিশ্চিত করেছেন কালাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মবিন আহমেদ মবিন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইএম মাসুদ রেজা জানান, বিষয়টি আমি জেনেছি। তার বিরুদ্ধে সাংঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কালাই থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের ধোপাগাড়ী মাঠে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এরই ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় উদয়পুর ইউপি চেয়ারম্যানের ভাই ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিলনসহ ২জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ ১৫ হাজার টাকা জব্দ করে পুলিশ। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply