করোনা আক্রান্ত হয়ে মরতে বসেছিলেন ৭০ বছরের মাইকেল ফ্লর। গত ৪ মার্চ হাসপাতালে ভর্তি হন তিনি। ৬২ দিন পর গত পাঁচ মে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় হাসপাতাল তাকে ১১ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার টাকা) বিল ধরাল। ঘটনাটি ঘটেছে আমেরিকার সিয়াটেলের একটি হাসপাতালে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রতিদিনের আইসিইউর খরচ, ৪২ দিন ধরে স্টেরাইল রুমে থাকার খরচ, ২৯ দিনের ভেন্টিলেটরের খরচ মিলিয়ে ওই বিপুল অঙ্কের বিল হয়েছিল। তবে বৃদ্ধদের জন্য নির্দিষ্ট সরকারি স্বাস্থ্যবিমার আওতায় থাকায় হাসপাতালের বিলের কোনো টাকা দিতে হয়নি মাইকেলকে।
মাইকেল বলেছেন, একটা সময়ে তার এমন অবস্থা হয়েছিল যে, পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলিয়ে দেওয়ার জন্য নার্সরা তার কানে ফোন চেপে ধরে রেখেছিলেন। এর সঙ্গে বিপুল অঙ্কের হাসপাতালের বিল সম্পর্কে মাইকেলের আক্ষেপ তো রয়েছেই। তাকে ওই বিল না দিতে হলেও দেশের করদাতাদের থেকেই যে সেটা আদায় করা হবে তা জানতে পেরে ব্যথিত তিনি।
Leave a Reply