আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আত্রাইয়ে আ.লীগের প্রতিবাদ মিছিলে ককটেল নিক্ষেপ, আহত চার

মেরাজ হোসেন, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিলে ককটেল নিক্ষেপে চারজন আহত হয়েছে। তাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর কয়েকটি দোকান ভাংচুর করে মিছিলকারিরা। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গত ২৫ নভেম্বর বিকালে উপজেলার পাঁচুপুর ইউনিয়ন শ্রমিকলীগ সহসভাপতি কাওছার ইসলামসহ চার জনের উপর স্থানীয় ও উপজেলা বিএনপির নেতারা অতর্কিত হামলা চালায়। হামলায় আহত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতদের হামলার প্রতিবাদে গতকাল শনিবার(২৬ নভেম্বর) সকাল আনুমানিক ১০ টায় আ.লীগ কার্যালয় হতে উপজেলা সাধারণ সম্পাদক আক্কাছ আলীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। সকাল আনুমানিক ১১টায় মিছিলটি আত্রাই নতুন ব্রিজের নিচে গেলে মিছিল লক্ষ করে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করা হয়। তিনটির মধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলের আঘাতে আ.লীগ নেতা আ. ছালাম ও সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী আঘাতপ্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্রামে আছেন। ঘটনার পর আ.লীগের লোকজন উত্তেজিত হয়ে কয়েকটি দোকান ভাংচুর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো। উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আক্কাছ আলী বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করছিলাম। মিছিলে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে চারজন আহত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ওসি তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোড়ালোভাবে তদন্ত চলছে। অতিদ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget