মুসলমানদের নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে ইসরাইলের দিকে মনোনিবেশ করা উচিত বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ সময় তিনি ইসরাইলকে মুসলমানদের শত্রু বলে উল্লেখ করেন।
লেবাননের আল মায়াদিন টিভিতে ইংরেজিতে ২৯ জুন মাহাথির মোহাম্মদের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করা হয়। এটি আবার প্রকাশ করে জেরুজালেম পোস্ট।
পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে মাহাথির বলেন, ‘আমি জানি বিশ্বে বড় বড় শক্তি রয়েছে যারা মুসলিম দেশগুলোতে অস্থিতিশীলতা দেখতে চায়। এজন্য তারা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে রাখে। আর এটা মূলত ইসরাইলকে সহায়তা করার মতো। কারণ ইসরাইলকে মুসলমানদের মারতে হবে না। মুসলমানরা পরস্পর নিজেরাই লড়াই করে মরবে।’
এ জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ফিলিস্তিনের ভূমি দখল করে পুরো ইসরাইল তৈরি করা হয়। সেই কারণেই আমরা সবসময় ইসরাইল গঠনের বিপক্ষে ছিলাম। দুর্ভাগ্যক্রমে, বড় শক্তি ইসরাইলকে সমর্থন করেছিল এবং তারা ফিলিস্তিনের ভূমি দখল করেছিল।’
‘মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত জিইয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। যাতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের দখলদারিত্বে যেন মুসলিমরা নাক না গলানোর সময় পায়। এখন সময় এসেছে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার।’
Leave a Reply