আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ব্র্যাকের আয়োজনে ইয়ুথ জনগোষ্ঠী ও গণমাধ্যমের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে ব্র্যাক লার্নিং সেন্টারে ১৮ ডিসেম্বর রবিবার সকাল সকাল ১০ টায় ইয়ুথ জনগোষ্ঠী ও গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মোঃ জিল্লুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, কর্মসূচির ডেপুটি ম্যানেজার (লিগ্যাল এইড) বিশ্বনাথ কুন্ডু, সিনিয়র অফিসার (মনিটরিং) নুরুল আশেকিন, প্রকল্পের জেলা ইয়ুথ মবিলাইজার নুসরাত জাহান প্রমুখ।

অন্যান্যের মধ্যে চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শেখ মহিউদ্দীন আহম্মেদ, একাত্তর টিভির প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি আনোয়ার তালুকদার, ময়মনসিংহ চরাঞ্চল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিনা কবির, দৈনিক স্বজনের প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ও দৈনিক আজকালের সংবাদ এর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া পলাশ, দৈনিক স্বদেশ সংবাদ এর প্রতিনিধি রঞ্জন মজুমদার শিবুসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে যুব জনগোষ্ঠী ও গণমাধ্যম কর্মীসহ ৩০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ্য ইস্যুতে যুব জনগোষ্ঠী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে সংলাপে বাংলাদেশের প্রেক্ষাপট ও সমন্বণিত যৌণ শিক্ষা (এসআরএইচআর), প্রকল্পের পরিচিতি প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, প্রকল্পের প্রত্যাশিত ফলাফল, সমন্বিত যৌনতা শিক্ষা ও প্রজণন স্বাস্থ্য বর্তমান পরিস্থিতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা ও যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবায় যুবদের প্রবেশাধিকারে চ্যালেঞ্জসমূহ এবং প্রবেশাধিকার নিশ্চিতকরণে গণমাধ্যম ব্যক্তিত্বদের ভূমিকা/করনীয় নিয়ে আলোচনা করেন প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মোঃ জিল্লুর রহমান। ব্র্যাক সেইফগার্ডিং নীতিমালা নিয়ে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget