আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মানবতার কল্যাণে জাগ্রত নোয়াখালীর তাকওয়া ফাউন্ডেশন টিম

করোনাকালে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম ‘তাকওয়া ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা রোগীর লাশ দাফন এবং তাদের পরিবারের জন্য সেবামূলক বিশেষ ভূমিকা পালন করছে।

ইতিমধ্যে দেশব্যাপী প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি। দেশের প্রায় প্রতিটি জেলায় জেলাভিত্তিক টিম গঠন করে করোনায় মৃতদের লাশ দাফনকাজে বিশেষ ভূমিকা পালন করছে ‘তাকওয়া ফাউন্ডেশন।
নোয়াখালী জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিম প্রধান কাজী মিজানুর রহমানসহ সকল স্বেচ্ছাসেবকরা প্রশংসিত হচ্ছেন দেশবাসীর কাছে ।
যেখানে কোভিড-১৯ আক্রাতে মৃত ব্যক্তির দাফন, কাফন ও জানাজায় পাশে থাকছে না কাছের আপনজন, সেখানে একদল আলেমসমাজ দায়িত্ব নিয়েছে এই মহত্তর কাজে, যা আসলেই প্রশংসার দাবি রাখে।

তাকওয়া ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব মাওলানা মুহা: ইউনুস বলেন, আমরা এ পর্যন্ত সর্বমোট ৩৩ টি মৃত লাশের দাফন কার্য সম্পাদন করেছি এবং মানবতার কল্যাণে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত এ সংকট থেকে মহান আল্লাহ আমার দেশবাসীকে মুক্তি না দেন ততদিন আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত থাকবো ইনশাআল্লাহ৷

তাকাওয়া ফাউন্ডেশন নোয়াখালী জেলার উপজেলা প্রতিনিধিদের নাম্বার সমুহ

হটলাইন
আহবায়ক
কাজী মিজানুর রহমান 01847057606
সদস্য সচিব
মাওঃ মুহাম্মদ ইউনুস 01827522150

সেনবাগ 01855477654
সোনাইমুড়ী 01811954250
চাটখিল 01725054401
বেগমগঞ্জ 01827522150
সদর 01820287005
কোম্পানিগঞ্জ 01860120956
কবিরহাট 01850832167
সুবর্ণচর 01828731716
হাতিয়া 01720237401

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget