গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
গতকাল সোমবার (০৯ ডিসেম্বর ২০২৩) তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় ময়মনসিংহ উমেদ আলী মাঠে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। এ সময় তিনি বলেন এ ধরনের অনুষ্ঠান প্রতিবছরেই আয়োজন করা হবে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।
জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরা স্বতফুর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে প্রতিবন্ধী শিশুরা খুশিতে আত্মহারা।
এ আয়োজনকে ঘিরে অভিভাবকরা বলেন, এ ধরনের অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করলে শিশুরা যেমন উপকৃত হবে। তেমনি আমরা অভিভাবকরাও আনন্দ উপভোগ করতে পারবো।
Leave a Reply