আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মাধবপুরে জন্মনিবন্ধন না করায় অনিশ্চিতায় চা শ্রমিক শিশুদের স্কুলে ভর্তি

নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

নির্ধারিত সময়ে জন্মনিবন্ধন না করায়
মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারছে না চা বাগানের শিশুরা। এতে অনিশ্চয়তায় পড়েছে উপজেলার পাঁচটি চা বাগানে শিশুদের প্রাথমিক শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে।

জানা যায়, দেশে করোনা মহামারি দেখা দিলে বিদ্যালয় বন্ধ থাকায় চা বাগানে শিশুদের পাঠ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। বর্তমানে মাধবপুর উপজেলার জগদীশপুর, বৈকন্ঠপুর, নোয়াপাড়া, তেলিয়াপাড়া ও সুরমা চা বাগানের ১৪ শতাংশ শিশুর জন্মনিবন্ধন করা হয়নি।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে গিয়ে ভালো সেবা না পেয়ে চা বাগানের সহজ সরল মানুষ শিশুদের জন্মনিবন্ধন করতে আগ্রহ হারাচ্ছেন এমন অভিযোগ সংশ্লিষ্টদের।

এদিকে চা বাগানের পিছিয়ে পড়া চা শ্রমিক শিশুদের শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবিগঞ্জ জেলা প্রশাসক ঈশরাত জাহান বিশেষ উদ্যোগ নিয়েছেন।

উদ্যোগের অংশ হিসাবে রোববার (২২ জানুয়ারি) সকালে সুরমা চা বাগানে বিনামূল্যে জন্মনিবন্ধন করার লক্ষ্যে পাঁচটি বাগানের শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. তাসমিন জাহান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুহিন হাসান, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বাগান ব্যবস্থাপক দিপংকর সিনহা, সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন, সহকারী ব্যবস্থাপক মিরন হোসেন, সহকারী ব্যবস্থাপক মনির হোসেন, ভ্যালী সভাপতি রবীন্দ্র গৌড়, ইউপি সদস্য আব্দুল লতিফ, এনামুল হক, সাইমুন মুরমু ও ফুল মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget