আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

লালমোহন কলমা ইউনিয়ন এর নতুন রাস্তার কাজ শুরু

ইব্রাহিম আকাশ,

ভোলার লালমোহন উপজেলা কালমা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের নতুন রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ৪নং ওয়ার্ডের, শাওন ঐক্য পরিষদের সামনে নুরুনবী চৌধুরী শাওন সড়কের দের কিলোমিটার সম্পন্ন নতুন রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এসময় আশেপাশে সকল জন সাধারণের উপস্থিতি এবং ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার, শাজাহান খলিফার তত্ত্বাবধানে এই কাজের উদ্বোধন করা হয়।

এসময় স্থানীয়রা বলেন, আমাদের এই রাস্তা দিয়ে দীর্ঘদিন পর্যন্ত চলা চলে ওয়্ও উপযোগী ছিল। এর আগে অনেক মেম্বার ছিল আমরা কোন প্রতিকার পায়নি। বর্তমান সময়ের মেম্বার শাজাহান খলিফার একান্ত প্রচেষ্টায় আমাদের মাননীয় এমপি মহোদয় এ রাস্তা দিয়ে দিয়েছে আমরা সবাই ৪নং ওয়ার্ডের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের এমপি মহোদয় আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর দীর্ঘায়ু কামনা করছি।

৪নং ওয়ার্ড ইউপি সদস্য শাহজাহান খলিফা বলেন আমাদের ছোট বেলা থেকে এই সড়কটি দেখি অবহেলিত জনপদ ছিল। আমি মেম্বার হওয়ার পরে এই ওয়ার্ডের সকল একে নিয়ে একসাথে কাজ করার উদ্যোগ নিয়েছি। এই রাস্তার জন্য মাননীয় এমপি মহোদয়ের সাহায্যে নিয়ে নতুন কাজের উদ্বোধন করতে পেরেছি। এর আগে এই রাস্তার উদ্বোধন করে দিয়েছেন আমাদের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

আমার নেতা নুরুনবী চৌধুরী শাওন এমপি মহোদয় এবং আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন । যাতে আগামী দিনেও আমাদের এমপি মহোদয় ধরনের উন্নয়নমূলক কাজ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget