নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে ১৮টি চোরাই স্মার্ট মোবাইল সেট ও একটি ল্যাপটপ উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই রাজিব কুমার রায়ের নেতৃত্বে এসআই শুভ দে, এএস আই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামে অভিযান চালিয়ে ১৮ টি চোরাই স্মার্ট মোবাইল যার আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা ও মোবাইলের আইএমই নাম্বার পরিবর্তনের কাজে ব্যাবহৃত একটি ল্যাপটপ সহ হজরত আলী সিয়াম (২৩) নামের এক চোর চক্রের সদস্য যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে নোয়াপাড়া ইউনিয়নে’র করড়া গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু করে,আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ মোবাইল চোরে চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply