ইকবাল ভূইয়া আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় অসহায় চা বিক্রেতা মো. সাকারুল এক বিরল রোগে দূর্বিসহ জীবন যাপন করছেন, উপজেলার বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান পূর্বপাড়া গ্রামের মো. এখলাস উদ্দিনের (৬৩) চার সন্তানের মধ্যে সবার ছোট সন্তান মো.সাকারুল (২৩)। দীর্ঘ প্রায় ১০ বছর এই বিরল রোগে দূর্বিষহ জীবন যাপন করছেন। অসহায় সম্বলহীন বাবার ছোট ছেলে হয়ে পরিবারের ভরণ পোষণের দায়িত্বের ভার কাঁধে তুলে নিতে হয়েছে। একদিকে পরিবারের ভরণপোষণ, অন্যদিকে পায়ের চিকিৎসা, আবার অন্যদিকে রোগের যন্ত্রণা বহন করে চলতে হচ্ছে তাকে।
ইতিমধ্যে স্থানীয় সহ ঢাকার পিজি হাসপাতালে ঘুরে এসে চিকিৎসার পিছনে যা অর্থ ছিল তাও ফুরিয়ে গেছে। নাই কোন সম্পদ যা বিক্রি করে চিকিৎসার কাজে ব্যয় করবে। তার স্ত্রী, এক বছরের সন্তান, বৃদ্ধ পিতা সহ চার সদস্যের পরিবার চালাতেও কষ্টে জীবন যাপন করছে৷ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হলে অনেকেই চিকিৎসা সহায়তা করার আশ্বাস দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা লাল চান মিয়া অসহায় অসুস্থ সাকারুলের পাশে চিকিৎসা সাহায্যের জন্য এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন৷
Leave a Reply