ইব্রাহিম আকাশঃ
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে লালমোহন উপজেলায় সামাজিক সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় লালমোহন উপজেলা প্রশাসনেন উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে, সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভুমি এমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুণ, ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, লালমোহন ইসলামিয় কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা মোশাররফ হোসেন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, লালমোহন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম জনি, পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সালমা জাহান বুলু, সরকারি শাহবাজপুর কলেজ ছাত্র লীগের আহবায়ক নাহিদুল ইসলাম পাপ্পু সহ সামাজিক সম্প্রতি লালমোহন উপজেলা শাখার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply