আনোয়ার তালুকদার, ময়মনসিংহ:
আজ বৃহস্পতিবার ১৬ই মার্চ ২০২৩ ময়মনসিংহ জেলার জন্য শূন্য পদে পুলিশ লাইনসে ড্রিম সেট দরবার হলে রাত ০৩টায় সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া পিপিএম এর সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা,০১ ডিসেম্বর/২০২২ ময়মনসিংহ জেলার জন্য বিভিন্ন কোটায় শূন্য পদে নিয়োগ চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোনা, হারুন অর রশিদ।অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর, সোহেল মাহমুদ পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন), রায়হানুল ইসলাম।অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফাল্গুনী নন্দী।অতিরিক্ত পুলিশ সুপার, শামীম আহম্মেদ।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া পিপিএম জানান, আধুনিক, প্রতিযোগিতামূলক ও সময়োপযোগী পদ্ধতি অনুসরণ করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে পুরুষ সাধারণ কোঠা -১০৩ জন, মুক্তিযোদ্ধা কোটা -৩৯ জন ,পুলিশ পোষ্য কোটা -১৭ জন ,আনসার ও বিডিপি কোটা -০১জন ,ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা -০৪ জন এবং এতিম কোটা -০২জন । প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরিবারের বিষয়ক খোঁজখবর নিয়ে জানা যায় যে ৬৮জন প্রার্থীর পরিবার চরমভাবে অসহায় ও দরিদ্র সীমার নিচে জীবন যাপন করেন। প্রার্থীদের পিতার পেশা পর্যালোচনা করে দেখা যায় যে ১২ জন প্রার্থীর পিতা অটো রিক্সা ও সিএনজি চালক। কৃষক, দিনমজুর ,বাস্তু চ্যুত পরিবারের প্রার্থীরা তাদের মেধা যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে টিআরসি পদের জন্য নির্বাচিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখা যায় যে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ১৯ জন প্রার্থী জিপিএ- ৫ .০০প্রাপ্ত। এতিম কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ০২ জন সরকারি শিশু পরিবার ( বালক) শম্ভুগঞ্জ ময়মনসিংহে ছোটবেলা হতে অবস্থান করে পড়াশোনা করেন। প্রাথমিকভাবে নির্বাচিত নারী প্রার্থী -২৯ জনের মধ্যে সাধারণ কোটায়- ২৪ জন ,মুক্তিযোদ্ধা কোটায় -০৩জন ,পুলিশ পোষ্য কোটায় -০২জন। এই নিয়োগ পরীক্ষায় একমাত্র মূলধন হচ্ছে স্বচ্ছ প্রার্থীর মেধা এবং যোগ্যতা। মাত্র ১৬০ টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশে চাকরির
সুযোগ সৃষ্টি হয়েছে। সকল যাচাই-বাছাই Physical Endurance Test এ উত্তীর্ণ হয়ে লিখিত ,মনস্তাত্ত্বিক ও মৌখিক নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ সফলতার সাথে সম্পন্ন করে প্রাথমিকভাবে ১৯৫ জন আমাদের পরিবারের নতুন সদস্য হিসেবে নির্বাচিত হন। আধুনিক পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করায় মাননীয় প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
Leave a Reply