আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

মাধবপুরে ভোরের ডাকের ৩২ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত

নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দৈনিক ভোরের ডাকের ৩২ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মাধবপুর উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলীর সভাপতিত্বে ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সংবাদদাতা তোফাজ্জল হোসেন চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম,উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্টার ও সমাজসেবক সুজন রায়,
উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ জুলহাস উদ্দিন রিংকুর,সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান কুতুব, সমাজসেবক ফরিদ মিয়া,হাজী দুলাল,আব্দুর রহিম দুলাল,আমিনুল ইসলাম ভুট্টো প্রমুখ। অনুষ্ঠানে
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,ব্লাড সোসাইটি ইন বাংলাদেশের নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে দৈনিক ভোরের ডাকের সাহসী ভূমিকার প্রশংসা করে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget