নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে ২৭ বারের মতো এবারো নব জোয়ার তরুণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসের উপলক্ষে ১১০জন গরিব ও অসহায় পরিবারদের মাঝে ইফতার ও সেহরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ২২মার্চ সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলার ছাতিয়াইন বিশ্বানাথ হাই স্কুল এন্ড কলেজ মাঠে নব জোয়ার তরুণ সংঘের আয়োজনে পবিত্র মাহে রমজান মাসের উপলক্ষে গরীব অসহায় পরিবারদের মাঝে ইফতার ও সেহরী খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নব জোয়ার তরুণ সংঘের উপদেষ্টা বাজিদ মিয়া।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতিয়াইন ইউপির চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এরশাদ আলী, ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ কামরুল হাসান,বিশিষ্ট সমাজ সেবক শিক্ষাঅনুরাগী শহিদুল ইসলাম বাবু, প্রমূখ।
ওই সময় আরো উপস্থিত ছিলেন নব জোয়ার তরুণ সংঘের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
Leave a Reply