আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনায় সিএমপির উপপুলিশ কমিশনারের মৃত্যু

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান (৪৭)। আজ সোমবার ভোরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মো. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মো. মিজানুর রহমান রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে ইন্তেকাল করেন।

আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনসে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জুন মো. মিজানুর রহমানের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ২৮ জুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ২২তম ব্যাচের এ কর্মকর্তা ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। মো. মিজানুর রহমান ১৯৭৩ সালে শরীয়তপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের এ বীর সদস্যের অকালমৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget