আরিফ খান রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি করাতকল থেকে কেওড়া প্রজাতির ১০টি গাছ উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল এলাকা থেকে গাছগুলো উদ্ধার করা হয়।
বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জের চরবেষ্টিন ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরমোন্ডল এলাকায় অবস্থিত নান্না প্যাদা, কামাল হাওলাদার ও আফজাল হাওলাদারের যৌথ মালিকানাধীন করাতকলে অভিযান চালিয়ে কেওড়া প্রজাতির ১০টি গাছের খন্ড জব্দ করা হয়েছে।
এসময় অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা এবং সেখানে বনের গাছ পাওয়ায় ওই করাতকলটি বন্ধ করার নির্দেশ দিয়ে করাত জব্দ করা হয়।
এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বন বিভাগের চরবেষ্টিন ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Leave a Reply