ভোলা প্রতিনিধি।।
ভোলার লালমোহনে পুকুরের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে হামলায় ৪জন আহতর খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে লালমোহন সদর ইউনিয়ন, পেস্কার হাওলা খান সাব এর বাড়িতে এই ঘটনা ঘটেহামলার ঘটনায় আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলো, ১/মেজবা হাবিব, পিতা আবু তাহের মাহাবুব, ২/জিয়াউল হাসান নাহিদ, আ:রাজ্জাক, পিতা উভয়, ৪ / ওমর সিরাজী, পিতা আবুল কাসেম হাওলাদার।
আহত ওমর সিরাজী জানান, আমাদের বাড়িতে আমার পুকুরে আমি সাইনবোর্ড লাগাতে গেলে আমার বাড়ির উপর নুরুল হক গংরাদের ছলে, ইউছুব, মুসা,আইয়ুব, শিহাব, সাইমন, সজীবসহ নারী পুরুষ মিলে এলোপাতাড়ি আমাদেরকে হামলা করে।
হামলায় আমাদের চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আমরা আইনের সাহায্য নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে অভিযুক্ত নুরু হক গং এর ছেলে ইউসুফ বলেন , ওই পুকুরে আমাদের অংশ রয়েছে আমাদেরকে না জানিয়ে সে পুকুরে সাইনবোর্ড লাগানোর জন্য গিয়েছিল, তখন আমার বাবা বাধা দিলে তারা আমার বাবার দিকে তেড়ে আসে, এসময় তাদের বাড়ির আঘাতেই তারাই আহত হয়।
এ বিষয়ে এখন পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে
Leave a Reply